খবর: ( কৃত্রিম সংকটে চালের দাম বাড়ছে )
এই দেশে যা বাড়তে থাকে
ধাপে ধাপে বেড়েই যায়
সাধারণের ক্রয় ক্ষমতা
এক্কেবারে ছেড়েই যায়।
লাগাম বিহীন ঘোড়ার মতো
বরাত-কপাল পোড়ার মতো
অবস্থা হয় জানি-
যায় বেড়ে কাতরানি।
ব্যবসায়ীদের আঙুল ফোলে
পাবদা জিয়ল মাগুর ঝোলে
গাপুস গুপুস খায় তারা
মাল বাগানোর পাঁয়তারা।
বাগিয়ে নেয় কব্জা করে
ফুলে ফেঁপে ঢোল হয়,
আমরা মাঠে দৌড়ে মরি
ওরা এলেই গোল হয়।
-আহাদ আলী মোল্লা