খবর: (তস্তিা নয়িে মোদতিইে ভরসা)
দদিি বলনে সব নয়িে যাও
পানরি কথা বাদ দাও,
তস্তিা নয়িে গদি গয়েোনা
কাজে কামে হাত দাও।
পানি ছাড়া চুক্তি করাে
দশেরে কোনো লাভ নইে
রাতারাতি ধনী হওয়ার
মধ্যে কোনো ভাব নইে।
একলা একা দদিি আমার
ফুলে ফঁেপে মোটা হয়
এসব কথা বলা মানইে
এককে বারইে খোটা হয়।
এগয়িে যাও দদিি তুমি
আমরা আছি সাথে
এল্লো পরিতি করে কী লাভ
মলাম যদি ভাত।ে
-আহাদ আলী মোল্লা