কবি নজরুলের দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী আসছেন ১৭ এপ্রিল : কার্পাসডাঙ্গায় প্রস্তুতিসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুই নাতনি সঙ্গীতশিল্পী খিলখিল কাজী ও মিষ্টি কাজীর আগমনের দিন পিছিয়েছে। তারা ৩ দিনের ব্যক্তিগত সফর আগামী ১৭ এপ্রিল চুয়াডাঙ্গায় আসছেন। তাদের সফরসঙ্গী হিসেবে আসছেন চুয়াডাঙ্গার দুই কৃতী সন্তান দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী এমএ মান্নান এবং সঙ্গীত সম্রাট সোহরাব হোসেনের মেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত আরা গীতি। ওই দিনই বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের উদ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে বিদ্রোহী কবির দুই নাতনিকে বিপুল সংবর্ধনা জানানো হবে। পরদিন ১৮ এপ্রিল সোহরাব হোসেন স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় কার্পাসডাঙ্গার অনুষ্ঠিতব্য নজরুল সঙ্গীতের গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় তারা অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা সোহরাব হোসেন স্মৃতি সংসদের সভাপতি আহাম্মদ আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাধারণ সম্পদাক কবি ময়নুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাতি রবিউর হোসেন সুকলাল, দামুড়হুদা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আকলিমা খাতুন, ছাত্রনেতা কামরুজ্জামান রানা, কার্পাসডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল জলিল, সঙ্গীত শিল্পী নিশাত শারমিন সোনিয়া, আরিফুল হক, মাহমুদুল হাসান, মিঠু মণ্ডল ও চিত্রশিল্পী নাজমুল আহম্মেদ চন্দন। বক্তাগণ অনিবার্য কারণবশত: কবির উত্তরসূরিদের পূর্বঘোষিত সফরসূচির পরিবর্তন হওয়ায় দুঃখ প্রকাশ করেন। ২ এপ্রিল খিলখিল কাজী ও মিষ্টি কাজীর চুয়াডাঙ্গায় আসার কথা ছিলো। অনিবার্য কারণে তাদের সফর পিছিয়ে আগামী ১৭ এপ্রিল করেছেন তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহরাব হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ওস্তাদ রঘুনাথ পাল।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More