শেখ মুজিব

ড. মো: মনসুর আলী, প্রভাষক, জা:বি: স্কুল ও কলেজ
হে শেখ মুজিব-
তুমি আছ চির অম্লান হয়ে মোদের অস্তিত্বে, চেতনার অনির্বাণ শিখা হয়ে,
তুমি আছ স্বাধীনতার লাল- সবুজ খচিত পতাকায়,
তুমি আছ নিভৃত পল্লীবালার কৃষক মজুরের গানে গানে।
ওগো শান্তির অগ্রদূত-
তোমার বজ্রকন্ঠের আওয়াজ গ্রহে-নক্ষত্রে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিওে আসে বাংলার মাটিতে,
বাংলার মাটি স্বাধীনতার ফসলে ভরে ওঠে, আসে গণতন্ত্রেও জোয়ার, বাঙ্গালিরা আবার যেন
সম্বিত ফিরে পায়।
হে বজ্রকন্ঠী-
কিসুধা ছিল তোমার ঐ বজ্রকন্ঠের আওয়াজে,
যা বীর বাঙালির রক্ত কণিকায় তড়িৎ বেগে প্রবাহিত হলো,
করলো তাদের মুক্তি পাগল, ত্যাজিল তারা গৃহ, বয়ে আনলো আন্দোলনের জোয়ার,
যে সুর ধারায় পাগল হয়ে কৃষকের ছেলে ছাড়লো তাদের মাটির ঘর,
মজুরের ছেলে ছাড়লো তাদের জীর্ণ কুটির, প্রেমিকরা ছাড়লো তাদের প্রেমিকাদের।
হে সর্বকালের শেষ্ঠ বাঙ্গালি-
হে শোষণ ও বঞ্চনার চির অপ্রতিদ্বন্দী কিংবদন্তীর মহানায়ক,
৪৩ টি বছর কেটে গেল, আর কতকাল, কত প্রহর, প্রতীক্ষায় থাকবো তোমার হত্যার সুবিচারের জন্য,
তোমার হত্যার বিচার একদিন হবেই এ বাংলার মাটিতে,
হে চিরঞ্জীব-
তুমি আছ, থাকবে, বাংলার প্রতিটি মানুষের মনের মণিকোঠায়,
তোমার নাম লেখা থাকবে প্রতিটি ধূলি কণায়।
শখে মুজবি
ড. মো: মনসুর আলী, প্রভাষক, জা:ব:ি স্কুল ও কলজে
হে শখে মুজবি-
তুমি আছ চরি অম্লান হয়ে মোদরে অস্তত্বি,ে চতেনার অনর্বিাণ শখিা হয়,ে
তুমি আছ স্বাধীনতার লাল- সবুজ খচতি পতাকায়,
তুমি আছ নভিৃত পল্লীবালার কৃষক মজুররে গানে গান।ে
ওগো শান্তরি অগ্রদূত-
তোমার বজ্রকন্ঠরে আওয়াজ গ্রহ-েনক্ষত্রে ধ্বনতি প্রতধ্বিনতি হয়ে ফওিে আসে বাংলার মাটতি,ে
বাংলার মাটি স্বাধীনতার ফসলে ভরে ওঠ,ে আসে গণতন্ত্রওে জোয়ার, বাঙ্গালরিা আবার যনে
সম্বতি ফরিে পায়।
হে বজ্রকন্ঠী-
কসিুধা ছলি তোমার ঐ বজ্রকন্ঠরে আওয়াজ,ে
যা বীর বাঙালরি রক্ত কণকিায় তড়ৎি বগেে প্রবাহতি হলো,
করলো তাদরে মুক্তি পাগল, ত্যাজলি তারা গৃহ, বয়ে আনলো আন্দোলনরে জোয়ার,
যে সুর ধারায় পাগল হয়ে কৃষকরে ছলেে ছাড়লো তাদরে মাটরি ঘর,
মজুররে ছলেে ছাড়লো তাদরে র্জীণ কুটরি, প্রমেকিরা ছাড়লো তাদরে প্রমেকিাদরে।
হে র্সবকালরে শষ্ঠে বাঙ্গাল-ি
হে শোষণ ও বঞ্চনার চরি অপ্রতদ্বিন্দী কংিবদন্তীর মহানায়ক,
৪৩ টি বছর কটেে গলে, আর কতকাল, কত প্রহর, প্রতীক্ষায় থাকবো তোমার হত্যার সুবচিাররে জন্য,
তোমার হত্যার বচিার একদনি হবইে এ বাংলার মাটতি,ে
হে চরিঞ্জীব-
তুমি আছ, থাকব,ে বাংলার প্রতটিি মানুষরে মনরে মণকিোঠায়,
তোমার নাম লখো থাকবে প্রতটিি ধূলি কণায়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More