খবর:(গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে প্রচারপত্র বিলি)
দামের নাগাল পাইনে এখন
মূল্য বাড়ে গ্যাসের,
নাস্তানাবুদ নাজাই নাজুক
অবস্থা খুব ক্যাশের।
ছেঁড়া তবিল কাটা পকেট
করুণ দশা চাষের,
বাজার বাড়ে প্রতিদিনই
মুরগি পাতি হাঁসের।
কয়েক ডবল দাম বেড়েছে
ছাগল গরু মোষের,
তপ্ত গরম বাজার এখন
সব ধরনের গোশের।
সবার মনে ধুঁকে ধুঁকে
জ্বলছে আগুন তুষের,
এর পেছনে কারণ আছে
বুদ্ধি বিবেক হুঁশের।
-আহাদ আলী মোল্লা
১০.০৩.২০১৭