খবর: (ইবির এফ ইউনিটের প্রশ্ন ফাঁস)
কিই বা এমন পরীক্ষারে
প্রশ্ন খালি ফাঁস হয়,
জীবন পুড়ে তামা তামা
ধ্বংস এবং বাঁশ হয়।
কর্তা বাবুর হয় না কিছু
সব আমাদের দোষ হয়
এ কমিটি ও কমিটি
গঠন মানেই ফোঁস হয়।
প্রশ্ন ফাঁসের শিকার কারা
তারা মরে শেষ হয়
বছর ধরে দেখি অনেক
রিপোর্ট এসে পেশ হয়।
প্রশ্ন ফাঁসই আমার-তোমার
এই জীবনের কাল হয়
সাহেব বাবু দফায় দফায়
ফুলে ফুলে লাল হয়।
-আহাদ আলী মোল্লা