বই মেলায় মেহেরপুর সাহিত্য পরিষদের কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি-৩। সংগীত পরিবেশন করছেন একজন শিল্পি।

 

মেহেরপুর অফিস: একুশের বইমেলায় মেহেরপুর সাহিত্য পরিষদের উদ্যোগে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত বই মেলার মফিজুর রহমান মুক্তমঞ্চে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক নুরুল আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নুর আলম ও বিশিষ্ট কবি শওকত আরা মিমির সঞ্চালনায় কবিতা পাঠে অংশগ্রহণ করেন সাহিত্য পরিষদের প্রচার সম্পাদক কবি আবু লায়েছ লাবলু, কবি ফজলুল হক সিদ্দিক, আতাউর রহমান, প্রিয়াংকা ও লানিয়া ফারজানা। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশগান পরিবেশন করেন কন্ঠশিল্পী ফিরোজ মেহমুদ, ওবাইদুর, লাইলি আক্তার, মহরম, শফিকুল ইসলাম, সাধনা, আবুল হোসেন, সুমন, দেলোয়ার, কেকে হাসান, আসাদুল, সেলিম, ফারুক ও প্রবাল বিশ্বাস।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More