খবর:(কয়েন টাকা নিয়ে জনসাধারণের ভোগান্তির শেষ হচ্ছে না)
গরিব লোকের কয়েন আছে
আর দু টাকার নোট,
তাই নিয়ে তো বেঘোর দশা
পাচ্ছে ভীষণ চোট।
ব্যবসায়ীরা নেয় না ওসব
মিছে তবিল ফোলে,
একেক বেলা একেক রকম
তারা হোপুই তোলে।
কয়েন অলা ভাবছে শুধু
তাদের যতো ফের,
কী হবে সব পয়সা টাকা
ব্যাপার আতঙ্কের।
ব্যাংকে এসব নেয় না জমা
তারাও ধনীর দলে,
নিঃস্ব-গরিব কাঁদছে এখন
পড়ে গ্যাঁড়াকলে।
-আহাদ আলী মোল্লা
১৯.০২.২০১৭