খবর: (মেহেরপুরে ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ)
জাটকা ইলিশ গরিবে খায়
ধনীরা খায় পেটি,
গরিব লোকের খাদ্য ধরা
কর্ম কেমন এটি?
পুঁচকে ইলিশ ছোট ইলিশ
কম দামে পায় তারা,
তাদের ওপর ধকল চলে
এটাই নিয়ম-ধারা!
ধনী যখন সব গিলে খায়
কেউ ধরে না তাকে,
রাঘব বোয়াল ফঁসকে পালায়
ধরবে তখন কাকে?
দুর্নীতি হয় মোটা মোটা
খায় না তারা ধরা,
ছা পোষাদের জন্য খাতায়
আইন-কানুন ভরা।
-আহাদ আলী মোল্লা