খবর: (চুয়াডাঙ্গায় সন্ধ্যারাতে মা-মেয়েকে বেঁধে রেখে ডাকাতি)
সন্ধ্যারাতে ডাকাতি হয়
মা-মেয়েকে বান্ধিয়া
মরছি সবাই কান্দিয়া
অনেক মানুষ লজ্জা বাঁচায়
শেষে নিজের জান দিয়া।
র্যাব রয়েছে পুলিশ আছে
সঙ্গে আছে ডিবি
তাও নিরাপদ নেই আমাদের
বাড়ির মেয়ে-বিবি।
ঢুকছে ডাকাত সন্ধ্যারাতেই
আমার বাড়ির গেটে
ফন্দি ফিকির এঁটে
নিচ্ছে টাকা ফোন মোবাইল
গয়নাগাটি বেটে।
আমরা সবাই থ’
কী করা যায় ক’
বাধ্য হয়েই থানায় গিয়ে
মামলা করি চ’।
-আহাদ আলী মোল্লা