খবর: (সভাপতি না করায় জীবননগরে প- করে দেয়া হলো ধর্মসভার আয়োজন)
নেতাই যদি তুষ্ট না হন
ভেস্তে যাবে কর্ম,
বাড়বে গলদঘর্ম
তার এলাকায় হবে না আর
ধর্মসভা ধর্ম—-
ওনার হাতে কী ক্ষমতা
এবার বোঝো মর্ম।
সবখানে এক স্বার্থ
যায় না পারা আর তো
সভাপতি হয়নি করা
তাতেই ক্ষেঁপে খারতো
ক্ষমতাসীন লোক না হলে
কেউ কি তাতে হারতো
এসব নিয়ে উত্তেজিত
মানুষ সারা গাঁর তো।
ইস!
দ্যাখো নেতার বিষ
কী পেলে বখশিস?
-আহাদ আলী মোল্লা।