স্কুল-কলেজে শিক্ষার্থীদের বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়তে উৎসাহিত করতে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রর এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার
আলমডাঙ্গা ব্যুরো: স্কুল ও কলেজে শিক্ষার্থীদের বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়তে উৎসাহিত করতে শুদ্ধ সংস্কৃতিচর্চা কেন্দ্র এক কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষার্থীদের বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়তে বিশেষভাবে উৎসাহিত করা হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও সহকারী গ্রন্থাগারিককে বিশেষ ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন শুদ্ধ সংষ্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, সাধারণ সম্পাদক রহমান মুকুল, দফতর সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা শেখ, সাহিত্য সম্পাদক ডা. আতিক বিশ্বাস, সংগঠনটির কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জুলকার নাইন জাকারিয়া হায়দার শুভ্র, পলাশ আহম্মেদ, মাহফুজ মোল্লা। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, আহসান হাবীব, সাবলুর রহমান, আব্দুস সালাম, আকরাম আলী, একেএম রকিবুল আনোয়ার, শিরিনা আক্তার, আশরাদুল আলম, মেশকাত আরা, রহিমা খাতুন, রানি সরকার ও আসমা খাতুন। এই বইপড়া কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে অনলাইন পত্রিকা সাম্প্রতিকী ডট কম।