খবর:(কুষ্টিয়ায় বিয়েতে গুলি ছুড়ে আ.লীগ মেয়রের উল্লাস)
ভালো সময় যখন আসে
এমনই হয় খুশি,
উচিত কথা বলবে যারা
তাদের মুখে ঠুসি।
গোল পড়ে তাই ফাঁকা মাঠে
পয়সা ওঠে ঘাটে ঘাটে
আনন্দে হইচই,
বিয়ে বাড়ি খাওয়ার মজা
মাংস-পোলাও দই।
সঙ্গে গোলাগুলি
বলছি খোলাখুলি
এই দিনই দিন নয় তা
আমরা কেন ভুলি।
বিয়ে বাড়ি গুলির আওয়াজ
কে ফোটালেন কে
চুপ করে থাক ওসব কিছু
আমরা জানিনে।
-আহাদ আলী মোল্লা