টিপ্পনী

:
খবর:(ঝিনাইদহে র‌্যাবের অভিযানে এমপির পিএস ও প্যানেল মেয়র লাঞ্ছিত)

ইয়াবাখোর মানুষগুলো
তারা কোনো দলের নয়
শক্তি সাহস বলের নয়
তারা খারাপ পচা;
সারা জীবন এমন করে
তারা খাবে কচা।

করবে যারা তাদের রক্ষে
যাবে পক্ষে-
তারাও খাবে মার
পাবো নাকো পার
সমাজ থেকে উড়োতাড়া
আর হবে ছারখার।

নেশাখোরের রগচটা ভাব
বাধায় আজব কা-
শূন্য ওদের ভা-
তাই
জনজনতার একটা মানুষ
তাদের পিছে নাই।

-আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More