খবর:(বাগদি বাড়ি গিয়ে লাশ হয়েছেন আলমডাঙ্গার আমিনুল)
শুনবো কতো লাশের খবর
ধ্বংস বিলোপ নাশের খবর
শুনছি কেবল শুনছি;
আতঙ্ক ভয় লেগেই আছে
মরার প্রহর গুনছি।
শুনবো কতো খুনের খবর
অপরাধীর গুনের খবর
কানে তালা লাগছে,
মাঝে মাঝে দেহ থেকে
আত্মাখানা ভাগছে।
শুনবো কতো ভয়ের খবর
বিনাশ বিলীন লয়ের খবর
জুজুর ভয়ে থাকছি,
বাঁচার উপায় খুঁজছি খালি
রক্ত গায়ে মাখছি।
শুনবো কতো মরার খবর
শিকল বেড়ি পরার খবর
শঙ্কা নিয়েই আছি;
ঠোঁটের ওপর জান রয়েছে
এই মরি এই বাঁচি!
-আহাদ আলী মোল্লা
২০.১২.২০১৬