খবর:(কালীগঞ্জে এবার হিজরার ঘরে ডাকাতদলের হানা)
ডাকাতরা কি ধর্ম মানে
কর্ম মানে মর্ম মানে
কিছুর-
কা- করে নিচুর।
মাথার ওপর অস্ত্র ধরে
মহিলাদের বস্ত্র ধরে
টানে-
তাবত মানুষ জানে।
ওরা ভয়াল ছুঁচো মানুষ
কিন্তু খুবই কুচো মানুষ
নয়-
ওদের দেখে কে করে না ভয়?
ওরা যমের যম
আটকে দিয়ে দম
করে বেড়ায় লুট
তাদের কানায় পড়ে লোকের
হচ্ছে পুঁজি ভুট।
যাও হয়ে যাও ঠা-া;
বাড়লে বেশি খবর আছে
খাবে গরম ডা-া।
-আহাদ আলী মোল্লা।
০৩.১২.২০১৬