খবর:(রোহিঙ্গা নিধন অভিযান শুরু করেছে মায়ানমার)
আকাশে বাতাসে শোক ভেসে যায়
মাটিতে পানিতে খুন ঝরে,
বেদনার তান এ কী হাহাকার
পাখির কূজন গুঞ্জরে।
অবোলা মায়ের চিৎকার শুনি
কান্না অবুঝ শিশুর,
মানুষে মানুষ কচুকাটা করে
ঘরে ঘরে ওঠে কী সুর!
রোহিঙ্গারাই কী নির্যাতন
নির্মমতার শিকার,
বাড়িতে আগুন হত্যাযজ্ঞ
এতে আসে যায় কী কার!
মানবতা আজ কেঁদে কেঁদে যায়
ঘটিয়ে মায়ানমার
দাপটের সাথে পৃথিবীর বুকে
ছাড়ে খালি হুঙ্কার।
হায়রে এ কী রঙ্গ;
চুপচাপ জাতিসংঘ!
-আহাদ আলী মোল্লা
২৫.১১.২০১৬