টিপ্পনী

খবর:(অটোবাইকে নাকাল চুয়াডাঙ্গাবাসী)

সামনে গিয়ে পেছন ফিরি
একটু তাকাই বামে
একটা অটো থামে;
ঝোপর ঝোপর
রোডের ওপর
আরও ক’খান নামে।

একটা ঘোরে বাঁয়
উল্টো পানে যায়;
আরেকটা তো তার বিপরীত
হনহনিয়ে ধায়-
অন্যখানা ছুটে এসে
ধাক্কা দিলো গায়।

যে যেখানেই যাত্রী পাবে
থেমে যাবে
কিসের নিয়ম মানা;
দুর্ঘটনায় মানুষ মলেও
হয় না পুলিশ থানা।

বেশ তো মজা বেশ;
অটোবাইক গলার কাঁটা
করলো ওরা শেষ!

-আহাদ আলী মোল্লা
০৬.১১.২০১৬

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More