ইবি থিয়েটারের রজতজয়ন্তী উদযাপন
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিথি। বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি) রজতজয়ন্তী উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। এছাড়া রজতজয়ন্তী উপলক্ষে মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নাট্যকার সেলিম আল দিনের বাসন নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন বিথি সভাপতি ইমাদ উদ্দীন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- ওয়াহিদুজ্জমান শাওন, আনসারুল্লাহ আরিফ, শাম্মি আক্তার, তারিক বিন নজরুল, নাজমুল হক মাহিম, আতিকুর রহমান অনি, আসাদুল্লাহ আল মামুন, নোমান প্রমূখ। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বিথির উপদেষ্টা ও আইন ও মুসলিম বিধান বিধান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক শাহজাহান মণ্ডল, অধ্যাপক রেবা মণ্ডল, সহযোগী অধ্যাপক আব্দুল গফুর গাজী, সজিব কুমার ঘোষ প্রমুখ। রজতজয়ন্তী উপলক্ষে বিথি দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার পথনাটক ভাঙাকলসি মঞ্চস্থ করা হয়।