সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
দাও ছেড়ে ধুনফুন
আহাদ আলী মোল্লা
হায় রে মানুষ মানবতা কই
চারপাশে যা খেল তামাশা
দেখে অবাক হই।
কার ঘাড়ে কে কোপ বসিয়ে দেয়
কী প্রতিশোধ নেয়
বিস্মিত হই দেখে
এই বেদনা বুঝতে পারো কে কে?
মানুষ হয়ে মানুষ কোপায়
মানুষ…
আর যাবো না তবে
আহাদ আলী মোল্লা
এ কী কথা শুনছি বাবা
এরপরে কি বিদেশ যাবা
কও তো বারে বারে?
দু’কান ধরে তওবা করি
বিদেশ যাবো না রে।
বিদেশ গেলে বউরা ভাগে
হিসাব নিকাশ করছি আগে
হবে জানের জ্বালা,
আমার বউয়ের গলায়…
বলো তো কোন দোষে
আহাদ আলী মোল্লা
শীত বেড়েছে বেজায়ভাবে
নেই ঘরে লেপ-কাঁথা
অবস্থা তাই যা তা।
এই হলোগে খুব সাধারণ
গরিব লোকের দশা-
খাচ্ছে মাছি মশা।
নেই পরনে গরম কাপড়
চাঁদর টুপি জামা-
জীবন পুড়ে তামা।
কাজ বয়না…
মেলাও হাতে হাত
-আহাদ আলী মোল্লা
নির্বাচনের ঝোড়ো হাওয়ায়
হবে বছর পার,
আন্দোলনের উত্তাপে পথ
হয় তো বা অঙ্গার-
হতেও পারে তাই;
সমঝোতা চাই চাই।
ভাল্লাগে না জ্বালাও পোড়াও নীতি
চাই শুধু সম্প্রীতি,
মারামারি…
এটাই শপথ হোক
আহাদ আলী মোল্লা
পুরোনো দিন বিদায় দিলাম কাল
নতুন দিনের সূর্যটা আজ হাসে
হারিয়ে গেছে সেই সতেরো সাল
পা রেখেছি নতুন সালের মাসে।
জীর্ণ জ্বরা ছেঁড়া ফাটার চালে
পড়বো না আর এই বছরে ঠিক
আটকাবো না…