সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
অবৈধ ইটভাটা
আহাদ আলী মোল্লা
আইন কানুন থোড়ায় কেয়ার
কার সাথে কার গোপন পেয়ার
মাঠ কাটছে ঘাট কাটছে
শহর বাজার হাট কাটছে
ফসল বাগান ক্ষেত কি খামার
রোডের পাশও কাটা;
যেথায় সেথায় উঠছে গড়ে
অবৈধ ইটভাটা।
মিয়ার খুবই…
উচিত বিচার হোক
আহাদ আলী মোল্লা
দালাল ঘোরে সকাল বিকেল
নেই দালালের অভাব,
হরেক রঙের দালাল আছে
হরেক রকম স্বভাব।
এক দালালে দু’হাত টানে
এক দালালে দেহ,
কেউ দেয় টান কোমর ধরে
দুই পা ধরে কেহ।
একটা দালাল পটায় খালি…
চতুর্দিকে ফাঁক
আহাদ আলী মোল্লা
দখলদারের শক্ত মাজা হয় না সাজা কারণ
ওসব বলার সাহস কোথায়; বারণ আছে বারণ
কাটছে মাটি গড়ছে ঘাঁটি তুলছে অনেক দোকান
এ কান দিয়ে বললে কিছু বের করে দেয় ও কান।
এর পেছনে শক্তি আছে…
মানুষ নামের কীট
আহাদ আলী মোল্লা
চাকরি দিয়ে করলে বরণ
সারাজীবন থাকবে স্মরণ
কিন্তু পাজির পাজি;
বুঝিনি এর মধ্যে তোমার
খাপছাড়া কারসাজি।
হায় রে প্রতারণার ধরন
ধরি তোমার যুগল চরণ
টাকা ফেরত দাও;
চাকরি নিয়ে…