টিপ্পনী ভুলে - আহাদ আলী মোল্লা পোস্ট করেছেনঃ নিউজরুম সর্বশেষ আপডেটঃ Mar 12, 2022 প্রতিকী ছবি শেয়ার করুন ভুলে (আহাদ আলী মোল্লা) সাত মাতালের বাংলাদেশে তিন মাতালের খেলা; বেজায় তাদের ঠেলা- সবখানে খুব দাপট দেখায় ওদের চেলাপেলা। সবাই বেকুব? জাতে মাতাল! ঠিক রয়েছে তালে; দেখছি এটাই হালে আমরা পড়ে নিচের দিকে রয় তারা মগডালে। চোখের পাতায় নেশা নেশা সদায় পড়ে ঢুলে বলছি এবার খুলে ওরা রাতে ঢুকে পড়ে পরের ঘরে ভুলে। সূত্র: (দর্শনার সুলতানপুরে তিন মাতালের কাণ্ড, দুজনকে কুপিয়ে জখম)। টিপ্পনী