তৃপ্তি
————- সরদার আল আমিন
রক্তের রং লাল বলেই বেদনার রং অন্ধকার।
মৃদুহাসিই ভালোবাসি হলে- আমি গাঁয়ে হলুদ।
ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছুনোর নামই পৌষ
পেয়ে গেলেই উপড়ে নেয়া সুখ।
রক্ত জমাট বাঁধলে বর্ণ পায় অন্ধকার , সুখ গড়িয়েই সুর্যাস্ত
পুরো পাওয়া অসহ্য সুখ সর্বনাশ, ক্লান্তি মোছা দীর্ঘশ্বাস
তোমাকে ছোঁয়া মানেই স্বপ্নগুলোর ডানা ভাঙা।
ভবিষ্যত গিলে নিলে ধরিত্রীর কী থাকে?
ভালোবাসা থাক ভালোবাসার বৃত্তে,
তৃপ্তি আমার মৃদু হাসি, অস্বস্তি অন্ধকার।
১৮ জুন ২০২১