খাতা মূল্যায়ন
আহাদ আলী মোল্লা
পায় জিপিএ ফাইভ যারা
তারাই করে ফেল,
দেখলে খাতা কেমন করে
এটা কেমন খেল?
কোন তামাশা চলছে ও স্যার
একটু বলা যাবে,
লেখাপড়া করছে যারা
তারা কি ফল পাবে?
ছাত্র ভালো ফেল করেছে
আসলো গায়ে জ্বর,
দেখলে খাতা কিভাবে কও
যায় ফেটে অন্তর।
দায়িত্বজ্ঞান নেই কো যাদের
ওপরে চকচক,
বলতে পারি তারা মোটেই
নয় ভালো শিক্ষক।
খবর: (এসএসসিতে ফেল করা দুই শিক্ষার্থী পেলো জিপিএ-৫)