পদে পদে ঝক্কি
আহাদ আলী মোল্লা
ও মিয়া ভাই আছো কেমন
কোথায় তুমি থাকছো
মাদক নিয়ে হচ্ছে যা সব
খবর টবর রাখছো?
আমরা তো সব কলুর বলদ
জানি না ভাই কার কী গলদ
কাহিল ঘানি টেনে;
তোমরা যা কও চোখ বুজে তা
নিচ্ছি মেনে মেনে।
কিন্তু কিছু দুখের খবর
আতঙ্ক ভয় ছড়ায় জবর
প্রশ্ন মনে জাগে;
বেড়ায় যদি ক্ষেত খেয়ে যায়
বলো কেমন লাগে?
পদে পদে ঝক্কি;
দেখছি এ কী করছে চুরি
তারাই দেশের রক্ষী।
খবর: (মেহেরপুরে ইয়াবাসহ জেল কারারক্ষী আটক)
আমি মাথাভাঙ্গার সাহিত্য পাতায় দৈনিক লিখতে চায়, এজন্য শ্রদ্ধেয় আহাদ আলী মোল্লা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মেইল চেক করার অনুরোধ রইলো।