আহাদ আলী মোল্লা
লুট করে খাও পয়সা কড়ি
হাত খুলে দাও ছক্কা,
পকেট ভরো ঝোলা ভরো
আর জনতা ফক্কা।
টেক্কা মারো সবার আগে
হাসিল করো ধান্দা,
সবাই জানে সবাই চেনে
তোমরা কেমন বান্দা।
কিন্তু বলা যায় না কারণ
নেই তোমাদের সত্তা,
বিবেক বিহীন মানুষ করে
পশুর মতো হত্যা।
তাই সকলেই চুপ করে রয়
পায় বেশুমার ভয়,
এই সুযোগে চুরি করেও
হয় তোমাদের জয়।
সূত্র: (হরিণাকুণ্ডু উপজেলায় হাটবাজার ইজারার টাকা হরিলুট)