আহাদ আলী মোল্লা
দাঁড়িয়ে ঘুমোন কর্তারা সব
মিলটা ঘুমোয় শুয়ে,
মরার আগেই কারখানাকে
শ্রাদ্ধ করেন ধুয়ে।
কেরুর বারো বাজিয়ে হাসেন
ফতুর ফতুর সাজিয়ে হাসেন
নিজের আখের গোছান তারা,
মাথায় মেরে শাবল জোরে
চক্ষু দুটো মোছান তারা।
নিজের হলো গাড়ি বাড়ি
ব্যাংকে হলো টাকার কাড়ি
ঘুরিয়ে মিলের চাকা,
অফিসারের জীবন এখন
মধুর ঝাকানাকা।
হায় রে কপাল মন্দ;
মাঠে রেখে আখের গাদা
মিল হয়ে যায় বন্ধ।
সূত্র: (দর্শনা কেরুজ চিনিকলের টন টন আখ মাঠে রেখে মাড়াই বন্ধ ঘোষণা)