আলমডাঙ্গা ব্যুরো: স্কুল ও কলেজে শিক্ষার্র্থীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তে উৎসাহিত করতে শুদ্ধ সংস্কৃতিচর্চা কেন্দ্র কর্মসূচি হাতে নিয়েছে। আংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার এরশাদপুর একাডেমীর শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সেমিনার অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ম-লি ও সহকারী গ্রন্থাগারিককে বিশেষ ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। এরশাদপুর একাডেমীর সহকারী প্রধান শিক্ষক কানজুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ও আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সহ-সভাপতি গল্পকার পিন্টু রহমান, দফতর সম্পাদক ও সাম্প্রতিকী ডট কমের সহ-বার্তা সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, কার্যকরি সদস্য জুলকার নাইন জাকারিয়া হায়দার শুভ্র ও পলাশ আহমেদ। সম্পাদক এরশাদপুর একাডেমীর সিনিয়র শিক্ষক রহমান মুকুলের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক আমজাদ হোসেন, আলেয়া ফেরদৌস, লিমা খাতুন, শরিফুজ্জামান লাকি, সালমা খানম, মাওলানা আবুল হোসেন প্রমুখ। বইপড়া কর্মসূচির মিডিয়া পার্টনার অনলাইন পত্রিকা সাম্প্রতিকী ডট কম।