আহাদ আলী মোল্লা
সব এলাকায় সার সঙ্কট
কিন্তু গুদাম ভরা,
চাষির মুখে ধুলো দিয়ে
ওরাই খেলো ধরা।
মনগড়া সব দাম বাড়িয়ে
কৃষককুলের ঘাম ঝড়িয়ে
ওরা ফোলায় পেট
সকালবেলা এক দেখিতো
বিকেলে এক রেট।
যারা চতুর পালের গোদা
তারা তো আর নয় বেবোদা
তারাও কেন মালসামানা
বাড়তি দামে ছাড়ে
সব দায়ভার পড়ে শেষে
গরিব লোকের ঘাড়ে।
ওরা এবার হাঁটবে
সার সঙ্কট কাটবে।
সূত্র: (জীবননগরে অবৈধ মজুদ ও চড়ামূল্যে সার বিক্রি)।