-আহাদ আলী মোল্লা
একেক করে ছাব্বিশ সাল
মাথাভাঙ্গা পার করেছে
সমাজ থেকে হিংসা কলুষ
জাতি বিভেদ বার করেছে।
সত্য যখন কই;
ঘুষ খেকোদের মুখের কালি
প্রতারকের চোখের বালি
আমরা তখন হই।
হামলা হানা মামলা জুলুম
জেল নিপীড়ন খাটলাম
তাও বেমালুম সাতাশ বছর
ন্যায়ের পথেই হাঁটলাম।
আমলা পুলিশ পাচারকারী
নেতা সাহেব বাবু,
জানি সকল দুর্নীতিবাজ
ন্যায়ের কাছে কাবু।
উচিতটুকু বলা কওয়ার
দায়িত্ব সব নিলাম
দিলাম কথা দিলাম
সঠিক পথে থাকবো আছি
আগে যেমন ছিলাম।
সূত্র: ১০ জুন মাথাভাঙ্গা সাতাশ বছরে পা রাখলো।
০৯.০৬.২০১৭