সাংবাদিক ও ছড়াকার সাঈদুল্লাহ আল সাহেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

 

দর্শনা অফিস: দর্শনার সাংবাদিকদের পথিকৃৎ, প্রথিতযশা সাংবাদিক, বিশিষ্ট ছড়াকার ও লেখক সাঈদুল্লাহ আল সাহেদের ৯ম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল ২৯ নভেম্বর। দর্শনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদুল্লাহ আল সাহেদ ছিলেন সাংবাদিক জগতের আদর্শ ব্যক্তিত্ব। মানুষ বেঁচে থাকে আদর্শ, সৃষ্টি ও কর্মের মধ্যে। তেমনই একজন মানুষ সাঈদুল্লাহ আল সাহেদ বেঁচে আছেন আমাদের মাঝে। সৃজনশীল এই লেখক ২০০৭ সালের ২৯ নভেম্বর ভোরে দর্শনা মোহাম্মদপুরস্থ নিজ বাড়িতে আকস্মিক মৃত্যুবরণ করেন। ছড়া, গান, কবিতা ও ছোটগল্প লেখার সুবাদেই সাঈদুল্লাহ আল সাহেদ সাংবাদিকতা শুরু করেন। আশির দশকে সাংবাদিকতা শুরু করা সাঈদুল্লাহ আল সাহেদ ১৯৯৯ সালের শুরুর দিকে বহুল প্রচারিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাথে যুক্ত হন। আমৃত্যু তিনি এই পত্রিকার দর্শনা ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। সাঈদুল্লাহ আল সাহেদ আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও স্মৃতি অবিরাম নাড়া দেয় সাংবাদিক মহলকে। নন্দিত ছড়াকার সাঈদুল্লাহ আল সাহেদের ৯ম মৃত্যুবার্ষিকীতে দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, বার্তা সম্পাদক ছড়াসম্রাট আহাদ আলী মোল্লাসহ মাথাভাঙ্গা পরিবারের সকলে তাকে স্মরণ করেছেন শ্রদ্ধাভরে। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে দর্শনা সাংবাদিক মহল।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More