আহাদ আলী মোল্লা
শীতের দাপট হাড় কাঁপানি
মানুষ কাঁপে থরথর,
ঘোর কুয়াশায় গাছের পাতার
শিশির পড়ে ঝরঝর।
ঠা-া হাওয়ার আঁধার নামে
চতুর্পানে হিম হিম,
জাড়ের জ্বালায় নাকাল দশা
শরীর করে ঝিমঝিম।
গরিব দুখীর উদোম দেহ
দু’ঠোঁট করে ঠকঠক,
আইটাই ভাব অষ্টপ্রহর
জানের ভেতর ধকধক।
ঘন ঘন শ্বাস আসে যায়
হাত-পা করে চিনচিন,
শীতের তোড়ে কাহিল কাহিল
হচ্ছি কাবু দিন দিন।
সূত্র( তীব্র শীতে কাহিল সারা দেশ)