শক্ত ঘাঁটি
আহাদ আলী মোল্লা
অনিয়ম ও দুর্নীতি নেই
কোথায় এমন জা’গা,
কেউ কিছু যেই শোনেন কানে
দাবি করেন ভাগা।
ইঁদুর খাওয়া খেতে খেতে
সমানভাবে যেতে যেতে
অল্প কিছু থাকে;
তা নিয়ে তো সাধু যারা
পড়েন দুর্বিপাকে।
যারা পাবেন ভাগ বণ্টন
তাদের থালাই রয় ঠনঠন
এই যে দেখুন রীতি,
সবখানে আজ শক্ত ঘাঁটি
গড়েছে দুর্নীতি।
সূত্র:(শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ : পদে পদে অনিয়ম-দুর্নীতি)