চুয়াডাঙ্গা শিল্পকলায় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ১২দিনব্যাপি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শ্রীমন্ত টাউন হলরুমে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা করা। উৎসবের মধ্যে প্রথম দুদিনে লোকজ সাংস্কৃতিক ও লোক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লোক ও লোকজ সংস্কৃতি আবহমান বাংলার আদি সংস্কৃতি। বাঙালির আদি শিল্প সত্ত্বা, আসল পরিচয় ও শেকড়। তিনি বলেন যারা এ জেলায় লোক সংস্কৃতি বা বাউল গান চর্চা, প্রচার প্রসার ও গবেষণা করে যাচ্ছে, যারা সাংগঠনিকভাবে ধরে রেখে চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করে চলেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যতোদূর সম্ভব তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার, নির্বাহী ম্যাজিস্টেট হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। আলোচনা শেষে লোকসংগীত পরিবেশন করেন হিটু শাহ, আব্দুস ছালাম তারা, মুন্সি আব্দুল মান্নান জাহাঙ্গীর, মাজেদুল হক, সুবর্ণা শোভা, বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ধীরু বাউল ও বাউল আব্দুল লতিফ শাহ। লোক সংগীতের পাশাপাশি নানা ধরনের আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ।