লালন সঙ্গীত একাডেমী ও গবেষণা পরিষদ মেহেরপুর শাখার অফিস উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা লালন সঙ্গীত একাডেমী ও গবেষণা পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন সঙ্গীত একাডেমী ও গবেষণা পরিষদের সভাপতি হেলাল উদ্দিন হিলু ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালন সঙ্গীত একাডেমী মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি আনিসুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এস এম রাসেল, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ খান, প্রচার সম্পাদক সাংবাদিক মাসুদ রানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন লালন সঙ্গীত একাডেমি ও গবেষণা পরিষদের জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজুর রহমান সুমন, গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হাসেম মাস্টার, অর্থ সম্পাদক পরশ খান, সদস্য আয়েশা বেগম, সোহেল রানা, ওবায়দুর সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।