লাটাই ছড়াসাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশবরেণ্য আট ছড়াকার

 

স্টাফ রিপোর্টার: ছড়াবিষয়ক পত্রিকা ‘লাটাই’র উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘লাটাই ছড়াসাহিত্য পুরস্কার ২০১৭’ ঘোষণা করা হয়েছে। এবার এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে দেশের খ্যাতিমান ৮ বরেণ্য ছড়াকার। গতকাল মঙ্গলবার এ পুরস্কারের ঘোষণা দেন উদ্যোক্তারা। মনোনীত ছড়াকারদেরকে দেশের কবি-সাহিত্যিক, লেখক, ছড়াকার ও সুধীজনেরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বছর পুরস্কার পেয়েছেন লোকছড়ায় বিশিষ্ট লেখক খালেক বিন জয়েনউদ্দিন, দেশপ্রেমের ছড়ায় ফারুক নওয়াজ, শিশুতোষ ছড়ায় হাসান হাফিজ, হাস্যরসের ছড়ায় ফারুক হোসেন ও পদ্যছড়ায় স.ম. শামসুল আলম।

এছাড়া তরুণ ছড়াকার আহমেদ সাব্বির, অদ্বৈত মারুত ও মঈন মুরসালিনকে ছড়া রচনায় বিশেষ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তারা। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে মাথাভাঙ্গাকে জানিয়েছেন এ পুরস্কারের অন্যতম উদ্যোক্তা লাটাই সম্পাদক বিশিষ্ট ছড়াকার মামুন সারওয়ার। দৈনিক মাথাভাঙ্গার পক্ষ থেকে পুরস্কারের জন্য নির্বাচিত ছড়াকারদেরকে অভিনন্দন জানিয়েছেন বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More