আহাদ আলী মোল্লা
অবীজ যতো বীজ হয়ে যায়
অল্প টাকায় কিনে,
দিন দুপুরে পারলে ক’জন
কর্তা রাখুন চিনে।
কর্তারা সব ফিকে মেরে
চোখে লাগায় ধুলো,
চেটেপুটে খেয়ে খেয়ে
কী আর শেষে থুলো।
থোয় না ওরা খায় বেশি তাই
একেকটা এক চিজ,
বাজার থেকে কিনে বানায়
অসল খাঁটি বীজ।
ধান লাগিয়ে ধান ফলে না
ওদের পকেট ভারি,
দত্তনগর ফার্মে এসব
হচ্ছে কেলেঙ্কারি।
সূত্র: (মহেশপুরে দত্তনগর খামারে অবীজ ধান অধিক মূল্যে কেনার রহস্য কী)