আহাদ আলী মোল্লা
যখনই ভোট আসে তখন
নেতৃবৃন্দ ছোটেন,
আড়ামোড়া ছেড়ে তারা
হঠাত জেগে ওঠেন।
এখানে যান ওখানে যান
খরচ করেন চা বিড়ি পান
নগদ ভোটের আশায়;
কথা বলেন করুণ সুরে
নম্র-ভদ্র ভাষায়।
বাজার হাটে ঘুরে ঘুরে
যুক্তি বুদ্ধি আটেন,
পাঁচ বছরের খাটুনি সব
এক দু’মাসেই খাটেন।
এনার কাছে ওনার কাছে
ঘুরে বেড়ান লোকের পাছে
ভোট চান বার বার,
ভুল হয়ে যায় সব উন্নয়ন
যেই হয়ে যান পার।
সূত্র: (বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচন : প্রার্থী তালিকা প্রকাশ)
২০.১০.২০১৭