ময়দা-আটা
আহাদ আলী মোল্লা
চালের পরে মেজাজ গরম
এবার আটা ময়দারও,
যার কারণে দোকান ঘরে
কর্জ বাকি হয় ধারও।
শুকনো রুটি খাচ্ছে গিলে
বাড়ির ছোট ছেলেপিলে
মাঝে মাঝে আধপেটা খায়
উপোস থাকে বড়রাও;
ডিম খাসি মাছ গরু খাবা
শুনলে শাসায় চড় ওরাও।
আলু পটোল পেঁয়াজ রসুন
সাবান শোডা সয়াবিন,
কেউ বোঝে না কী কারণে
বাজায় দামের নয়া বীণ।
মহাজনের খামখেয়ালি
বস্তাভরা গুদামে;
তাই আটা চাল ময়দা এসব
যায় না পাওয় সু দামে।
সূত্র: (এবার ময়দা-আটার দাম বাড়ছে হু হু করে))