টিপ্পনী
মোটর বাইক
চলছে সবাই বেপরোয়া
পরের মোটরবাইকে,
রোডের ওপর উঠলে মানুষ
সঠিকভাবে যায় কে?
দুর্ঘটনায় মরছে মানুষ
হচ্ছে লাশের ময়না,
তবু সবার চ্যাংড়া পোলা
মোটেও ভালো হয় না।
বাপের বাইক মামার বাইক
ফটকারা রোজ চালায়,
নিজে নিজেই আমরা ছেলের
দিচ্ছি সবাই যা লাই।
হও সচেতন আইন মানো
নইলে হবে শেষ,
মনে রেখো সবাই, এটা
আজও গরিব দেশ।
সূত্র:(গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত)