মেহেরপুরে বিশ্বসাহিত্যের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
সবাইকে বইমেলা থেকে রুচিশীল বই ক্রয়ের আহ্বান
মেহেরপুর অফিস: মেহেরপুরে বিশ্বসাহিত্যের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে পাঁচদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ফিতা কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি গণ গ্রন্থগারের লাইব্রেরিয়ান আফরোজা খাতুন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুহা. আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার, সৈয়দ আল মামুদ সিদ্দিকীসহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মুহা. আব্দুল্লাহ আল আমিন বলেন, বইমেলা অতিব গুরুত্বপূর্ণ। বইবিমুখ মানুষকে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। বই কিনেন বা না কিনেন বই দেখতে আসতে হবে, বইয়ের লেখকের নাম জানতে হবে। কি ধরনের বই এলো তা জানতে হবে। এ সময় বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে ভ্রাম্যমাণ বইমেলার উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান ও মেহেরপুরের সবাইকে বইমেলা থেকে রুচিশীল বই ক্রয়ের আহ্বান জানান। বইমেলা ও সাংস্কৃতি উৎসবের সফলতা কামনা করেন। মেলা চলবে আগামী ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বইমেলা স্টোরগুলো ঘুরে ঘুরে দেখেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.