মেহেরপুর অফিস: ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর মেহেরপুরের উদ্যোগে ৩৯ বছরে পদার্পণ ও ১৭৩তম স্রোত পত্রিকার মোড়ক উন্মোচন উপলক্ষে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর মেহেরপুরের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক খাঁন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট সাংবাদিক রফিক-উল আলম, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক নূরুল আহমেদ, মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক মহাসিন আলী, জাতীয় পার্টি নেতা মোসলেম আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর মেহেরপুরের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু।