মাফ হবে না সাজা

টিপ্পনী

টিপ্পনী
মাফ হবে না সাজা

মাফ হবে না সাজা;
জেলের ভেতর গিয়ে তোরা
বাজা বগোল বাজা-
মাগনা খাবার খেয়ে খেয়ে
হবি ভীষণ তাজা;
মাফ হবে না সাজা!

মাফ হবে না সাজা;
নানান কুকাম করে সমাজ
করলি ভাজা ভাজা-
হলফ করে বলতে পারি
শক্ত তোদের মাজা;
মাফ হবে না সাজা!

মাফ হবে না সাজা;
মাজায় দড়ি নিয়ে এবার
লাল দালানে যা যা-
ওর ভেতের হবি এবার
ভিলেন না হয় রাজা;
মাফ হবে না সাজা!

সূত্র:(আলমডাঙ্গায় ৮ সাজাপ্রাপ্ত গ্রেফতার)

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More