আহাদ আলী মোল্লা
চাকরি দিয়ে করলে বরণ
সারাজীবন থাকবে স্মরণ
কিন্তু পাজির পাজি;
বুঝিনি এর মধ্যে তোমার
খাপছাড়া কারসাজি।
হায় রে প্রতারণার ধরন
ধরি তোমার যুগল চরণ
টাকা ফেরত দাও;
চাকরি নিয়ে ছিনিমিনি
জীবনটা কি ফাও?
সমস্যা তো জীবন-মরণ
পয়সা কড়ি করলে হরণ
এমন তুমি চিট;
কী আর করা পচো জেলে
মানুষ নামের কীট।
সূত্র (চুয়াডাঙ্গা কেদারগঞ্জে চাকরি দেয়ার নামে প্রতারণা : টুটুল পুলিশের খাঁচায়)