ভোট

টিপ্পনী

টিপ্পনী

ভোট

ভোট নাকি খুব খারাপ জিনিস
ভোট নাকি খুব ভালো;
নির্বাচনের আবেশে তাই
ঝড় ওঠে জমকালো।

ভোটের সময় প্রার্থী ছোটেন
সব ভোটারের দ্বারে;
যায় ছেয়ে যায় এলাকা সব
পোস্টারে পোস্টারে।

অনেক মানুষ টাকাও ছড়ায়
কর্মীরা দেয় বাধা,
ভোটের মাঠে মানী লোকের
থাকে না মর্যাদা।

খুব সাধুতার বয়ান চলে
কেবল ভোটের আগে
জয়-পরাজয় ভোটের খেলা
তাই বেশি ভাল্লাগে।

সূত্র:(একযুগ বন্ধ দামুড়হুদার হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউপির ভোট)

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More