ভোটের খেলা
আহাদ আলী মোল্লা
মাঠ কাঁপানো ভোটের মাঠে
নেতারা আজ বেজায় হাঁটে
কর্মীরা যায় এদিক-সেদিক
ভোটের হাওয়া বয়;
কার কপালে টিকিট আছে
কার বা আছে দুঃখ পাছে
এসব কিছু বুঝে মানুষ
হতাশ খুবই হয়;
তাও ছাড়ে না ভোটের আশা
বছর বছর খেলছে পাশা
অনেক লোকের দুঃখে আবার
শেষে মেলে জয়;
ভোটের খেলা সবাই বোঝে
তবু জেতার সুযোগ খোঁজে
ভোট মানে তো বিশাল বিজয়
কোরো না নয়ছয়!
সূত্র:(জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগে বাদ যাচ্ছেন সাবেক মন্ত্রী এমপি বিদ্রোহী)