টিপ্পনী
বেহেশতে বাস
বাড়তি দামের ধকল এখন
দেখছি সকল পণ্যে,
দোকানে মাল ঠাসা ঠাসা
কও তো কাদের জন্যে?
কাটছে পকেট কাঁচা ঝালে
আউশ আমন আতপ চালে
বাজারজুড়ে আগুন;
হাটে গিয়েও পাইনে পটোল
পুঁই কচু শাক বাগুন।
একখানা ডিম চোদ্দ টাকা
পাঁচশ টাকায় ইলিশ চাকা
এক কেজি টেক মাংস এখন
হাজার টাকা ধরছে;
বাংলাদেশের মানুষ নাকি
বেহেশতে বাস করছে।
সূত্র:(দ্রব্যমূল্য পাগলা ঘোড়া, নিম্ন ও মধ্যবিত্ত দিশেহারা)