বাল্যবিয়ে প্রতিরোধে মেহেরপুরে মঞ্চায়িত হলো নাটক ‘মনিমুক্তা’

 

মেহেরপুর অফিস: বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সচেতনতা করার লক্ষ্যে মেহেরপুরে মঞ্চায়িত হলো নটক মনিমুক্তা। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যায় প্রাঙ্গণে এ নাটকে আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর এ নাটকের আয়োজন করে। নাটকটি পরিবেশন করেন অরণি থিয়েটার। নাটকে অভিনয় করেন অরণি থিয়েটারের নাট্যশিল্পী শান্ত, ওয়াসিম, আনোয়ার, সজল, অনিক, এম সাইদুর, সামরুল, ঝিনুক, পূর্নিমা ও হাসি। নাটকটি পরিচালনা করেন নাট্যশিল্পী নিশান সাবের। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা নাটকটি উপভোগ করেন।

নাটক শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওলিউর রহমান, আশরাফুদ্দৌলা,  জয়নুল ইসলাম ও বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More