বান্দরবানে কঠিন চীবর দান উৎসব

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বান্দরবানের বৌদ্ধ বিহারগুলোতে এ উৎসব চলেছ। শুক্রবার সকালে এ উৎসব উপলক্ষে রাজগুরু প্রধান বৌদ্ধ বিহার থেকে ভান্তেরা দান উত্তোলন করেন। এসময় শহরের ক্যায়াং মোড় থেকে উজানী পাড়া, মধ্যমপাড়া সড়কে দাঁড়িয়ে হাজার হাজার বৌদ্ধ অনুসারী ছোয়াইং দান করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা উপস্থিত ছিলেন। পরে প্রায় ৫ শতাধিক ভিক্ষুকে চীবর, খাদ্য ও নগদ অর্থসহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী দান করেন অতিথিরা।
এদিকে, এ উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে শহরকে। বিভিন্ন জায়গায় চীবর দান উৎসব উপলক্ষে চলছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

আজ বিকালে জেলার প্রধান প্রধান বিহারগুলোতে বৌদ্ধ ধর্মীয় দেশনা, রাতে শহরের রাজার মাঠসহ বিভিন্ন বিহারে ফানুস উত্তোলন, আতশ বাজি পুড়িয়ে ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More