বাটামপেটা
আহাদ আলী মোল্লা
বারে বারেই লাঠি শাসাও
দফায় দফায় মারো,
খিতেলি আর কটূ কথায়
কষ্ট দাও আত্মারও।
বুঝে নিলাম তুমি আমার
কেমন জাতের স্বামী,
কত বছর কাটলো তোমার
গেল না বাঁদরামি।
মাঝে মাঝেই পয়সা চেয়ে
পাঠাও বাপের বাড়ি,
ভাল্লাগে না এখন বুঝি
চাচ্ছো ছাড়াছাড়ি।
সারা জীবন মারলে লাঠি
আমি এবার মারি,
দেখি তোমার জুত কতটা
হয় হোক কেলেঙ্কারি।
সূত্র: (স্ত্রীকে মেরে বাপের বাড়ি পাঠানো স্বামী বাটামপেটা)